Math Talent Search

JMMC - Prasanta Chandra Mahalanobis SMAROK  GANIT MEDHA ANWESHAN PORIKHHA , 2022 (ONLINE - BENGALI VERSION) LEVEL - 1

Image

Imageপ্রায় সমগ্র দেশ জুড়ে বিগত পনেরো বছর ধরে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে গণিত মেধা অনুসন্ধান পরীক্ষা সঞ্চালনার পর; JMMC RESEARCH FOUNDATION এই বছর, শুধুমাত্র বাংলা ভাষায় পরীক্ষার্থীদের জন্য JMMC - প্রশান্ত চন্দ্র মহলানবীশ স্মারক গণিত মেধা অন্বেষণ পরীক্ষা, ২০২২ (অনলাইন - বাংলা মাধ্যম)-এর আয়োজন করেছে। বিগত বছর গুলিতে, আক্ষরিকভাবে আসমুদ্রহিমাচল এর অসংখ্য বিদ্যালয়ের অপ্রতিরোধ্য সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে, গণিত মেধা অন্বেষণ এর এই নতুন পরীক্ষাটি আয়োজন করতে। আর নতুন নতুন গণিত প্রতিভাকে প্রকাশ্যে নিয়ে আসতে এবং সকল ছাত্র-ছাত্রীকে গণিতে উৎসাহ দিতে। প্রসঙ্গত বলা যেতে পারে আমাদের এই প্রতিষ্ঠান ছাত্র ছাত্রীদের মধ্যে গণিত বিষয়ে আগ্রহ গড়ে তোলার জন্য সর্ব ভারতীয় স্তরে প্রচুর কর্মকান্ডের সাথে জড়িত এবং অসংখ্য ছাত্র-ছাত্রীকে গণিত প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বহুজাতিক বেসরকারি প্রতিষ্ঠানে সুপ্রতিষ্ঠিত করতে। এছাড়াও JMMC সবসময় সেই সব ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদেরকে সম্মান প্রদান করে যারা ভালবেসে অঙ্ক করে এবং করান। যোগাযোগ - +918585856766, +913325224106 ওয়েবসাইট - www.mathjmmc.in

Registration Fees : 225.00 /-

Sample Question Papers