Math Talent Search

JMMC প্রশান্ত চন্দ্ৰ মহলানবীশ স্মারক গণিত মেধা অন্বেষণ ২০২৩ অফলাইন এবং অনলাইন পরীক্ষা (বাংলা ও ইংরাজী মাধ্যম) LEVEL - 1

Image

Imageপ্রায় সমগ্র দেশ জুড়ে বিগত ষোলো বছর ধরে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে গণিত মেধা অনুসন্ধান পরীক্ষা সঞ্চালনার পর; JMMC RESEARCH FOUNDATION এই বছর, পরীক্ষার্থীদের জন্য JMMC-প্রশান্ত চন্দ্ৰ মহলানবীশ স্মারক গণিত মেধা অন্বেষণ ২০২৩ অফলাইন এবং অনলাইন পরীক্ষা (বাংলা ও ইংরাজী মাধ্যম)-এর আয়োজন করেছে। বিগত বছর গুলিতে,আক্ষরিকভাবে আসমুদ্রহিমাচল এর অসংখ্য বিদ্যালয়ের অপ্রতিরোধ্য সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে গণিত মেধা অন্বেষণ-এর এই পরীক্ষাটি আয়োজন করতে। আর নতুন নতুন গণিত প্রতিভাকে প্রকাশ্যে নিয়ে আসতে এবং সকল ছাত্র-ছাত্রীকে গণিতে উৎসাহ দিতে। প্রসঙ্গত বলা যেতে পারে আমাদের এই প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের মধ্যে গণিত বিষয়ে আগ্রহ গড়ে তোলার জন্য সর্বভারতীয় স্তরে প্রচুর কর্মকাণ্ডের সাথে জড়িত এবং অসংখ্য ছাত্র-ছাত্রীকে গণিত প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন সরকারী ও বহুজাতিক বেসরকারী প্রতিষ্ঠানে সুপ্রতিষ্ঠিত করেছে। এছাড়াও ‘JMMC” সবসময় সেই সব ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদেরকে সন্মান প্রদান করে যারা ভালবেসে অঙ্ক করে এবং করান।

Registration Fees : 225.00 /-